নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় বিস্ফোরক আইনে করা নাশকতার অভিযোগে করা একটি মামলায় আওয়ামী লীগের ২ নেতা জামিন পেয়েছেন
এমন খবর মিলেছে।
এর মধ্যে বুধবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাসিরনগর সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক বন্ধন চন্দ্র দেব এর জামিন আবেদন মঞ্জুর করেন।
এ বছরের ১ লা সেপ্টেম্বর শাহ আলম পাঠান বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক দুই এমপি সহ ১১৮ জনকে আসামি করা হয়। আসামিরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।আরো ২০০/৩০০ জনকে ওই মামলায় অজ্ঞাত আসামী করা হয়।
আ. লীগ নেতা বন্ধন চন্দ্র দেব কে ওই মামলার স্বন্দেহভাজন আসামী সনাক্ত করে গত গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার নাসিরনগর বাজার হতে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
আদালতের নির্দেশে এক মাসের বেশী সময় জেল ভোগ করার পর জামিন পায় আ. লীগ নেতা বন্ধন চন্দ্র দেব।
অপরদিকে একই মামলায় অভিযুক্ত ১০ নং এজাহার ভুক্ত আসামী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক লতিফ হোসেন কে গত ১৮ সেপ্টেম্বর (বুধবার) শ্বশুরালয় গুনিয়াউক হতে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে ৬৬ দিন কারা ভোগ করার পর মহামান্য হাইকোর্টের আদেশে উপজেলা আ. লীগ সা.সম্পাদক লতিফ হোসেন রোববার (২৪ নভেম্বর) জামিন লাভ করেছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।