মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সাজেকা, খুলনার আয়োজনে দুর্নীতি দমন কমিশন সাজেকা খুলনার উপপরিচালক মো, আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও দুর্নীতি দমন কমিশন সাজেকা খুলনার সহকারি পরিচালক মো. রুবেল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, মো. সাকিবুর রহমান বাবলা, জিএম নাজমুল আরিফ, প্রভাষক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের দিন সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হবে, এছাড়াও থাকবে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।