মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার সার্কিট হাউজ সংলগ্ন বকচারা গ্রামের বাসিন্দা, সাংবাদিক এস এস আশরাফুল ইসলামের পিতা এবং সাবেক সেনা কর্পোরাল রবিউল ইসলাম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বাদ জোহর বকচারা আহলে হাদিস মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবার-পরিজন ও অসংখ্য এলাকাবাসী অংশগ্রহণ করেন।
রবিউল ইসলাম কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত জীবনের পাশাপাশি সমাজসেবায়ও তিনি ছিলেন অত্যন্ত অগ্রগামী। এলাকার মানুষের সঙ্গে তার ছিল গভীর হৃদ্যতা এবং সহযোগিতার মনোভাব।
তার মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ, নীতিবান এবং প্রিয় মানুষকে হারিয়েছে। তার অবদান ও মানবিক কার্যক্রমের জন্য তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবার, সহকর্মী এবং এলাকাবাসী। তারা একসঙ্গে প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।