নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রনেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। অনুষ্ঠান চলাকালে এনিয়ে আপত্তি তুলে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এক ছাত্রনেতা। এনিয়ে প্রশাসনও পড়েছে চরম বিড়ম্বনায়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নাসিরনগর উপজেলা প্রশাসন। সেখানে উপস্থিত ঐ আওয়ামীলীগ নেতার নাম সুজিত কুমার চক্রবর্তী। তিনি নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। শহীদের স্মরণসভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতিকে কেন্দ্র করে সভাকক্ষে উপস্থিত ছাত্ররা এই প্রতিক্রিয়া দেখিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাসান জামিল খান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি মূফতি মুখলেছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, ছাত্র প্রতিনিধি মো. সাইফুজ্জামান জনি,খালেদ সাইফুল্লাহ সোহাগ, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, মোবাস্বির রহমান প্রমুখ।
প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্র প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ সোহাগ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল এই আওয়ামীলীগ নেতার। তিনি বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলন ও বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেছেন। শহীদদের স্মরণসভায় ছাত্রহত্যায় সমর্থনকারী ও ফ্যাসিবাদের দোসরদের উপস্থিতি শহীদদের রক্তের সাথে তামাশার সামিল।
এ বিষয়ে নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে বিনা দাওয়াতে একজনের উপস্থিতি নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে সেখানেই ছাত্রদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছিল।