সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ বিশিষ্ট সাংবাদিক জনাব মো:সিরাজুল ইসলামের শুভ জন্মদিন। ২৯/১১/১৯৯৫সালের এইদিনে,ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে পিতা,মো:জহুরুল ইসলাম, মাতা:মোছা;শেফালী বেগমের ঘর আলোকিত করে জন্ম নেন তিনি।প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন টেংরিয়া বেসরকারি প্রাথমিক থেকে ২০০৫সালে সুনামের সাথে পঞ্চম শ্রেনী উত্তীর্ণ হয়ে, ভর্তি হন আর এ কাঁঠালডাংগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০১২সালে এসএসসি পরীক্ষায় সুনামের সাথে কৃতকার্য হয়ে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন কেবি ডিগ্রি কলেজে, ২০১৪সালে সুনামের সাথে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হয়ে আরো উচ্চ শিক্ষার জন্য একই কলেজে ,ভর্তি হন বিএস এস বিভাগে , পরবর্তী সময়ে ২০১৫সালে তিনি যোগ দেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে, ট্রেনিং অবস্থায় অসুস্থতায় কেড়ে নেয় চাকরি। পরবর্তী সময় তিনি ফিরে এসে দীর্ঘ ২বছর শিক্ষকের অভাবে বিনা বেতনে পাঠদান শুরু করেন শৈশব প্রাথমিক বিদ্যালয়ে, বাচ্চাদের পাঠদানের পাশাপাশি শুরু করেন লেখালেখি পরে প্রথমে যোগদেন জাতীয় দৈনিক বাংলার আলো পত্রিকায় ঠাকুরগাঁও প্রতিনিধি হিসাবে। পরে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ হরিপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সমাচার জেলা প্রতিনিধ, দৈনিক প্রতিদিনের বার্তা জেলা প্রতিনিধি, বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলার দূত স্টাফ রিপোর্টার, দৈনিক প্রলয় জেলা প্রতিনিধি,আঞ্চলিক পত্রিকা দৈনিক খবর একদিন, জাতীয় সাপ্তাহিক তদন্ত বিচিত্রা , পত্রিকায় কর্মরত আছেন তাছাড়া তিনি দিশারি কিন্ডারগার্টেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি বলেন সাংবাদিকতা মহান পেশা, সাংবাদিকরা সমাজের আয়না, সকল অন্যায় অপরাধ যেখানে লুকিয়ে থাকে সেখানে কলম সৈনিকগন সকল অপরাধ অপকর্ম গুলোকে সমাজের চোখে দেশের মানুষের কাছে নিজের জীবন বাজি রেখে তুলে ধরেন। এই পেশাকে সবাই শ্রদ্ধা করেন আইনী প্রকৃিয়া সহায়তায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম , আমি চাই সবাই এই পেশাটিকে সন্মানের চোখে যেন দেখেন। তাই তিনি ও তার পরিবার সমাজ ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।