বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার।
নাগেশ্বরী উপজেলার সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা কৃত প্রতিষ্ঠান ১/পুরাতন বাজারে শাহ ট্রেডার্স ২/সাটজেস বীজ বিতান ৩/কলেজ মোড়ের রইচ বীজ ভান্ডার এই তিন দোকানে ও উপজেলার বিভিন্ন বীজ ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন এতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ পাওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন কৃষকরা যাতে প্রতারিত হতে না পারে সেক্ষেত্রে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে কোন প্রকারই যেন অসাধু ব্যবসায়ীরা সাধারণ কৃষককে ঠকাতে না পারেন সেদিকে উপজেলা প্রশাসন সজাগ থাকবে।