নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্রগ্ৰাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার নয়াপাড়া এলাকায় সুইস পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় রাকিব উদ্দিন (২১)নামের এক মোটর সাইকেল ১আরোহীর মৃত্যু হয়েছে এবং আরিফ (২৩) নামের ১আরোহী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৮নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় সুইস পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত মো. রাকিব (২১)হচ্ছে সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ড এর হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। এবং আহত আরিফ (২২) হচ্ছে একই এলাকার জামাল হোসেনের ছেলে
এব্যাপারে লোহাগড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাকিব হাসপাতাল নিয়ে আসার পূর্বে ঘটনাস্থলে মারা যান। আহত আরিফ তার কোমরে প্রচন্ড আঘাত পেয়েছেন। তাই তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।
এব্যাপারে খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মাসুদ আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় বলে জানা যায়।
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান।