বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ২৯শে নভেম্বর রোজঃ-শুক্রবার সকাল ০৬/০০ঘটিকায় লোকনাথ মন্দিরে পূজার্চনার পরে বাল্যভোগ এর মধ্যে দিয়ে
শুরু হয় পদাবলী কীর্তন পরিবেশন করেন, রাজনগরের কীর্তনীয়
হাজারও ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপন করা হয়।
প্রতি বৎসর এর মত এবার ও
উক্ত অনুষ্ঠান পরিচালনায় করেন।
শ্রীমঙ্গল পৌরসভার ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য বাবু পরিমল পাল, ও মুক্তা রানী পাল, ছেলে পুজন পাল,মেয়ে পুজা রানী পাল, পরিবারের সদস্য বৃন্দ,
পিতা ফনিন্দ্র পাল
মাতা সবিতা পাল,
বোন সাথী রানী পাল
বোন শিপ্রা রানী পাল,
বোনজামাই,সনজিত পাল ও নিতাই পাল প্রমুখ।
এদিকে পরিমল পাল আপনারা আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের জন্য আশীর্বাদ করবেন,যেন প্রতিবৎসর ন্যায় উৎসব পরিচালনা করতে পারি।