২৯ শে নভেম্বর শুক্রবার, বাঁশ আড়া কাশিমপুরে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত , দরবার শরীফ কাদরিয়া তরিকায় মাইজভান্ডারীয়ার ৩১তম বাৎসরিক ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৪ শুরু হল আজ থেকে তিন দিনব্যাপী। চলবে ২৯ শে নভেম্বর ৩০ শে নভেম্বর ১লা ডিসেম্বর পর্যন্ত।
এই অনুষ্ঠানে শুভ সূচনা করলেন বিশেষ অতিথি হিসাবে, বিশিষ্ট সমাজসেবক কে এম আলম টমে, এছাড়া উপস্থিত ছিলেন কুমারখালী থানার মোঃ: নজরুল ইসলাম, চেয়ারম্যান ৫নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদের জিয়াউর রহমান খোকন, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দিশা আই কেয়ার বিভাগীয় প্রধান ,ডাক্তার মোঃ আবুল হাসিম। ভাষাসৈনিক কন্যা ,কবি, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও সংগঠক সৈয়দা রাশিদা বারী, যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা এডভোকেট জাকারিয়া আনছার মিলন, সদস্য সচিব বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কবি লেখক সাহিত্যিক গীতিকার ও কণ্ঠশিল্পী সৈয়দা তানিয়া সিমি, কণ্ঠশিল্পী কানিজ ফাতেমা বেবি , ভারতীয় সাংবাদিক ও সম্পাদক শম্পা দাস ও অন্যান্য অতিথিবৃন্দ ।
শুভ সূচনার প্রাম্ভে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে কিছু বক্তব্য তুলে ধরলেন অতিথি, কিভাবে সংগঠনের সৃষ্টি, এবং হাজারো প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তিনি এগিয়ে চলেছেন এবং ৩১ তম বর্ষে পদার্পণ করলেন, সকলের ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, আজ অতিথিদের মাল্যদান ও সম্মাননার মধ্য দিয়ে এই শুভ সূচনা করলেন দরবার শরীফের উদ্যোক্তা নকছর আলী মহাশয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আলম টমে, তিনি সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই ওরশ উৎসবকে, যাতে কোনোভাবে প্রবলেম না হয় তার জন্য সকল ব্যবস্থা করলেন, এমনকি তিনি ঘোষণা করে গেলেন, আগামী দিনে যাতে এই দরবার শরীফকে দোতলা করার আশ্বাস দিয়ে যান। শুধু তাই নয়, এই এলাকার মানুষদের সুরক্ষার ব্যবস্থা যাতে নিরাপদ থাকে তারও দিকে তিনি খেয়াল রাখবেন। সর্বশেষে এলাকাবাসীকে শুভেচ্ছা প্রদান করলেন। এবং মেলা যাতে সুস্থভাবে চলে, তার দিকেও প্রশাসনকে নজর দেওয়ার কথা বলেন।
সন্ধ্যেবেলা পবিত্র ওরশ উৎসবে, ফারুক সাহেবের উদ্যোগে বেশ কিছু মানুষের হাতে গেঞ্জি তুলে দিলেন, গেঞ্জি পেয়ে এলাকার মানুষেরা খুশি। মোহাম্মদ নকছের আলী শুধু ওরশ উৎসব নয়, সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কয়েক হাজার ভক্ত এই ওরশ উৎসবে আমন্ত্রিত হন, এই উৎসবকে আলোকিত করে রাখেন।
সাংবাদিক, সমরেশ রায় ও শম্পা দাস, ভারত ও বাংলাদেশ ।