মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরার আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনি উপজেলার ৪ স্থানে শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকালে জামাতে ইসলামী ও সহযোগি সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। আশাশুনি সদরে শুক্রবার বিকাল ৪টায় সদর ইউনিয়ন জামায়াতের মিছিল সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তজা, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি বেলাল হোসাইন, সদর জামায়াতের সেক্রেটারী আব্দুল হাই প্রমুখ।
বুধহাটা বাজারে জামায়াতের যুব বিভাগ বুধহাটা শাখার আয়োজনে বুধহাটা বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুধহাটা করিম সুপার মার্কেটে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, আশাশুনি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শাহিদুল ইসলাম। যুব বিভাগ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম ও হাফেজ বেলাল হোসেন, ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি অলিউল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাহসিন শরীফ প্রমুখ।
কুল্যা ইউনিয়নের বিভিন্ন সড়কে শোভাযাত্রা শেষে গুনাকরকাটি বাজারে পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি ফয়সাল আহমেদ, নায়েবে আমীর মেহেদী হাসান ও ইছহাক আলী, নুরুজ্জামান, মাস্টার মকলেসুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন সহ ছাত্র শিবির ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভনালী ইউনিয়নের কালিবাড়ি বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, জেলা কর্মপরিসদ সদস্য ও চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা জিয়াউর রহমান, প্রাক্তন মেম্বার খোরশেদ আলম। দরগাহপুর কালাবাগী বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি, সেক্রেটারী জাকির হোসেন।
বড়দল ও কাদাকটি গোয়ালডাঙ্গা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, ইউনিয়ন আমীর হেদায়েতুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল ওয়াজেদ, সেক্রেটারী সেকেন্দার আলী, কাদাকাটি আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান।
শ্রীউলা নাকতাড়া কালবাড়ি বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর লুৎফর রহমান, সেক্রেটারী শাহিনুল ইসলাম, মেম্বার আব্দুর রাজ্জাক, আবারুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, মৌলভী আব্দুর রহমান। খাজরা কাপষন্ডা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল রশিদ, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান। আনুলিয়া বিছট বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা হারুন-অর রশিদ, সেক্রেটারী আব্দুর রশিদ।
প্রতাপনগর তালতলা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, বাইতুলমাল সেক্রেটারী মাওলানা আনোয়ারুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওলানা আল আমিন, সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওহিদুজ্জামান, প্রভাষক শাহজাহানআলী প্রমুখ।