মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা প্রতিনিধ
আজ ২৯/১১/২০২৪ ইং শুক্রবার
স্থান: কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম
উপস্থিত সদস্য :
দাতা সংস্থা- বিশ্ব খাদ্য কর্মসুচি (WFP) এর সহযোগিতায় সুশীলন কর্তৃক বাস্তবায়নে CAA & SRSP প্রকল্পের আওতায়,
ভোলা জেলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের 'সিপিপি স্বেচ্ছাসেবকদের জন্য আগাম সতর্কীকরণ বার্তা (লাস্ট-মাইল) প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন ও ইউনিয়ন ভিত্তিক স্থানান্তর পরিকল্পনা প্রস্তুতকরণ সভা' অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ....
সভায় সিপিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সুশীলনের মনপুরা উপজেলা সমন্বয়কারী বিপুল মন্ডল সহ ফিল্ড ফ্যাসিলিটেটর আবু জাফর সরদার ও সুধাংশু বৈরাগী। উপজেলা সমন্বয়কারী বিপুল মন্ডল মনপুরা উপজেলার ৫ ইউনিয়নে চলমান SRSP ও CAA প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সকল কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতার আহ্বান জানান।
আলোচনা সভায় কলাতলী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সায়েরা বেগম বলেন মনপুরা উপজেলার সব থেকে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন কলাতলীতে চলাচলের উপযুক্ত রাস্তা নাই। জনসাধারণের স্বাভাবিক চলাচলে ব্যপক অসুবিধা হয় এমতাবস্থায় দূর্যোগকালীন সময়ে বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী সহ গর্ভবতি নারীদের সাইক্লোন সেল্টারে নিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে যার দরুন ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়না।
সিপিপি সদস্য জনাব হাছিবুল হাসান মনির বলেন দুর্যোগের সময়ে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয় পযাপ্ত নৌকার অভাবে,যেহেতু এই কলাতলী ইউনিয়ন অসংখ্য ছোট -বড় নদী দ্বারা বেষ্টিত সেহেতু পযার্প্ত নৌকা বা স্পীড বোট জরুরী ভিত্তিতে প্রয়োজন।
তিনি এ সকল সমস্যা সমাধানে সুশীলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুশীলনের চলমান কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতার আহ্বান জানান।
উক্ত আহ্বানে সকলে সত:স্ফূর্ত সম্মতির প্রদান করে দূর্যোগ মোকাবেলায় দাতা সংস্থা- বিশ্ব খাদ্য কর্মসুচি (WFP) এর সহযোগিতায় সুশীলন কর্তৃক বাস্তবায়নে চলমান CAA & SRSP প্রকল্পের সফল বাস্তবায়ন প্রত্যাশা করেন।