তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পৌর বিএনপি'র ৯ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ওমর ফারুক- সভাপতি এবং শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার রঘুনীলি মঙ্গলবাড়িয়া বিজ্ঞান কারিগরী কলেজ মাঠে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন সভায় ফরহাদ আলী মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক পিএম নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান খাঁন, পৌর যুবদল নেতা রিপন তালুকদার, আমিন, এরশাদ, দুলাল হোসেন, রাসেল, মাসুদ,এফ এম সোহেল, আমিরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির নেতা দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, হযরত আলী, আমিরুল ইসলাম প্রমূখ। পরে উপস্থিত সকলের ঐক্য মতের ভিত্তিতে পৌর বিএনপি'র ৯ নং ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে নির্বাচিত করা হয়। পরবর্তিতে সাধারণ সভা আহবান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।