মোমিন আলি লস্কর ও উজ্জ্বলবন্দ্যোপাধ্যায়, জয়নগর : -সারা ভারত কৃষক সভার উদ্যোগে আবাস যোজনায় স্বছতা, দূর্নীতি বন্ধ,কৃষকদের শস্য বীমা ঠিকমতো দেওয়া,মাটি মাফিয়া রাজ বন্ধ সহ ২১ দফা দাবিকে সামনে রেখে সোমবার বিকালে জয়নগর ১ নং বিডিও র বহড়ুর অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়।এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা রবীন হালদার,উদয় হালদার,কমল দাস, আব্দুল ওদুদ মোল্লা, অপুর্ব প্রামাণিক,অশোক সাহা, অভিজিৎ হালদার সহ অনেকে।এদিন তাঁরা বিডিও পূর্ণেন্দু স্যানালের হাতে এই ডেপুটেশনের দাবিপত্র জমা দেন।বিডিও বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেন।