নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলা আমদীয়া ইউনিয়নের মাথরা গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে রহম আলী তার নিজের ভিটায় বাড়ি নির্মাণ করতে গেলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে হালিম গং।মাধবদী থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানাযায়, রহম আলীর ৩ ছেলে প্রবাসী, তাদের উপার্জিত রেমিট্যান্সে রহম আলী নিজের ভিটায় দালান ঘর নির্মাণ করতে গেলে হালিম গং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে অন্যথায় বিভিন্নভাবে হয়রানি করবে বলে হুমকি দেয়। তার কথামতো টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হালিম তার সাঙ্গোপাঙ্গ নিয়ে রহম আলীর ক্রয় কৃত জমি জবর দখলের চেষ্টায় লিপ্ত আছে। দস্যু হালিম এর নেতৃত্বে গত ২৬/১১/২০২৪ তারিখে ১। হালিম, ২। হারিস, উভয় পিতা- মৃত, ইদ্রিস আলী, ৩। সোহাগ, ৪। সোহান, উভয় পিতা- হালিম, ৫। নুরুল ইসলাম ওরফে নুরু, পিতামৃত- ইব্রাহিম, ৬। জয়নাল, ৭। আইনল, উভয় পিতা- নুরুল ইসলাম ওরফে নুরু, ৮। আব্বাস, পিতা- সৈইদ, সর্বসাং- সাং- মাথরা, পোঃ আমদিয়া, থানা- মাধবদী, উপজেলা- নরসিংদী সদর, জেলা- নরসিংদীগণ সহ আরও অজ্ঞতনামা ১০/১২জন নিজ গ্রামের ও পার্শ্ববর্তী বাগেশ্বর গ্রামের সন্ত্রাসী প্রকৃতির লোকজন সাথে নিয়া নির্মিত বিলডিং এর কাজে বাধা প্রদান করে। তারা হিংসাত্মক মনোভাব নিয়া ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। এমনকি তারা চাঁদা না দিলে প্রকাশে হুমকী দেয় যে, যদি ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা না দেই তাহলে স্বত্ব দখলীয় দোকান ঘর ভাংচুর করবে ও লুটপাট করবে এবং জীবনে মেরে ফেলবে।
ভুক্তভোগী রহম আলী এবিষয়ে জানায়,হালিম তার জমি বিক্রি করে এখন আমার জমি দখল করার পায়তারা করছে। বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে আসছে, হালিম দস্যু ও প্রকৃতির লোক হওয়ায় এলাকার স্থানীয় বিচারকগণ তার বিরুদ্ধে যেতে চায় না, তাই আমি ন্যায় বিচারের আশায় মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে হালিম মোবাইল ফোনে জানায় রহম আলী আমার চাচা হয়।আমাদের জমি বাটোয়ারা হয়নি।