দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি। ক্রীড়ার ঐতিহ্য ফিরে আসুক বান্দরবান এই লক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের খেলায় আয়োজন করা হয়। গত ২৩শে নভেম্বর থেকে শুরু হয়ে আজ ৩০শে নভেম্বর পর্য়ন্ত নানা খেলার মধ্যে ছিল নৌকা বাইচ, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি, ফুটবল, ঐতিহ্যবাহী বলি খেলা, মহিলাদের এ্যাথলেটিক্স ও তৈলাক্ত বাশেঁর আরোহন ইত্যাদি। আজ ৩০শে নভেম্বর উক্ত ক্রিড়া মেলার সমাপনি অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়। এই ক্রীড়া মেলার মাধ্যমে মানুষের মনে আনন্দ এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্ট চলছে। উক্ত ক্রীড়া মেলার আয়োজন করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।
ক্রীড়া মেলা শুরুর দিন বান্দরবান সাঙ্গু নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠিত বলী বা কুস্তি খেলায় স্বাগতিকসহ কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ১৯ জন বলী বা কুস্তিগীর অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল কাওছার, পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, জনাব আজহারুল ইসলাম বাবুল, সভাপতি বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এবং সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।