রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিটি ধর্ম, জাতি, বর্ণ ও বিভিন্ন ভাষাভাষী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে উলিপুর উপজেলা কনফারেন্স হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা প্রশাসক মোঃ আতাউর রহমান, উলিপুর থানার অফিসার- ইন -চার্জ জিল্লুর রহমান। আরো উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার জামায়াত- ই -ইসলামের আমির মোঃ মশিউর রহমান, ও উলিপুর উপজেলার বিএনপি’র সভাপতি মোঃ হায়দার আলী, ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিটি ধর্ম, জাতি, বর্ণ ও বিভিন্ন ভাষাভাষী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা।
তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমরা এখনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ অর্জন করতে পারিনি। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য, সম্প্রীতির বাংলাদেশ অর্জনের জন্য আমাদের সব ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।
রাজনৈতিক কুটকৌশল , দুরভিসন্ধি, কুমন্ত্রনা ও অপচেষ্টা থেকে সরে এসে অসহিষ্ণুতা, হিংসা – বিদ্বেষ প্রতিশোধমূলক আচরন পরিহার করে দেশে নৈতিক সুশিক্ষা ও মূল্যবোধের বিস্ফোরণ -স্ফূরণ ঘটাতে হবে।
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি