মোঃখাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় পরিবহন শ্রমিক/চালকগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ নভেম্বর) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড়- এ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প- এর আওতায় পরিবহন শ্রমিক/চালকগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এস, এম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পঞ্চগড় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম শফিকুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় এর মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চগড় এর অধ্যক্ষ মো: আব্দুল হালিম । প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য, শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন ও ভিডিও প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী ও জনস্বাস্থ্যে শব্দদূষণের প্রভাব সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন ডা. নিশাত আনজুম মারফি। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীবৃন্দ, পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংক লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর পরিবহন শ্রমিক/চালকবৃন্দ উপস্থিত ছিলেন।