মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোর খুলনার মরণফাঁদ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এক আলোচনা সভা রোববার সকালে মণিরামপুর উপজেলার নেহালপুর কালিবাড়ি সাহিদা সুলতানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বিষয়ে যুবকদের সম্পৃক্তকরণ করার লক্ষ্যে বেসরকারি সংস্থা উত্তরণ এ আলোচনা সভার আয়োজন করে। অসীম কুমার ঘোষ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরণ সংস্থার টেকনিকাল অফিসার ও কেন্দ্রীয় পানি কমিটির সদস্য শেখ সেলিম আক্তার স্বপন, উত্তরণ সংস্থার প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জেমস আব্দুর রহিম রানা, অভয়নগর উপজেলা পানি কমিটির সদস্য খায়রুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় ভবদহের জলবদ্ধতা নিরাসনে স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন আলোচনা শেষে বন্যাকবলিত মনোহরপুর, নেহালপুর ও কুলটিয়া ইউনিয়নের যুবক-যুবতীদের সমন্বয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য মনিরামপুর উপজেলা যুব পানি কমিটি গঠনের লক্ষ্যে মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাসেল হাসানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, রাসেল পারভেজ, জাকিরুল হাসান রাফি, আফজাল হোসেন ও তিশা মন্ডল।