মোঃ আকাশ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ-
শনিবার,বাদ মাগরি ৩০ নভেম্বর ময়মনসিংহ অডিটোরিয়াম” ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায়, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সাবেক সহ-সভা পতি, উপদেষ্টা ও ফুলবাড়ীয়ার দেওখোলা কালিবাজাইল মন্ডল বাড়ী হাই স্কুলের ম্যানেজিং কমিটি র দীর্ঘদিনের সাবেক সভাপতি প্রয়াত( ২৫/১১/২৩ ইং প্রয়াত) জনাবা ফেরদৌসী রহমান কুসুমের রুহের মাগফিরাত কামনায় এবং অত্র সমিতি র যুগ্ম মহা সচিব মোহাম্মদ আলী র একমাত্র কন্যা বরিশাল বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্রী)মায়িশা ফওজিয়া মীম(২২)( ৩০/১০/২০২৪ ইং প্রয়াত)স্বরনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা র সভাপতি বীরমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে, মহা সচিব ইন্জিঃ আব্দুর রাজ্জাক ও অতিঃ মহা সচিব মোঃ হেলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় মরহুমদ্বয়ের স্বৃতিচারন করে বক্তব্য রাখেন বিভাগ সমিতি র সহ-সভাপতি শিল্পপতি এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন, সহ সভাপতি,যুব মন্ত্রনালয়ের সাবেক পরিচালক মোঃ আতিকুজ্জামান খান, সম্মনিত অতিথি সদস্য এড. খলিলুর রহমান,সহ সভা পতি অধ্যাপক আকবর সিরাজী, সম্মানিত অতিথি সদস্য, সাবেক সচিব হুমায়ুন খালেদ, সহ সভাপতি সায়্যিদুল করিম নসরত,অতিঃ মহা সচিব হাবিবুর রহমান তালুকদার,যুগ্ম মহা সচিব মোহাম্মদ আলী, যুগ্ম মহা সচিব আব্দুল মান্নান, সাংগঠনিক সচিব শফিকুর রহমান আকন্দ, সহ সাংগঠনিক সচিব মাহরুজ তালাল দাইয়ান,আইন সচিব জিতেন্দ্র চন্দ্র বর্মন,মহিলা সম্পাদক রীনা পন্ডিত, সম্মানিত অতিথি সদস্য ও সাবেক জি এম ইয়াকুব খান দুলাল,অধ্যক্ষ শফি খন্দকার,এড. নুরুল আলম, ইন্জিঃ মনিরুজ্জামান তকদীর, ইন্জিঃএম এইচ খান টুটুল, ইন্জিঃ লোটন, জিয়াউর রহমান টুলু, ডাঃ ইব্রাহিম, সাইফুদ্দীন করিম মুন্না,শিল্পপতি শওকত হোসেন(নাভানা), এড. আমজাদ হোসেন,কবীর, মোঃ ইয়া হিয়া, ইন্জিঃ আলতাব হোসেন, ইন্জি এরশাদুল্লাহ, মোঃ আসাদুল্লাহ, মোহাম্মদ আলী,আদনান শাহরিয়ার নাজিন, আবু রায়হান,হায়দার আলী, লতিফুল ইসলাম নিপুল, ডাঃআব্দুর রহিম প্রমূখ।