মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
চিন্ময় দাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয় গত ৩০ অক্টোবর। এর আগে, ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং পরে চট্টগ্রামের কোতোয়ালি থানায় গ্রেপ্তার দেখানো হয়।
তার গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এছাড়া, বিক্ষোভ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার বাবা ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
জামিন শুনানির মাধ্যমে বহুল আলোচিত এই মামলার ভবিষ্যৎ গতি নির্ধারণ হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।