স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ৩০ নভেম্বর ২০২৪ শনিবার ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ (SZHM Trust) নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “ইসলামি দৃষ্টিকোণ হতে কর্মক্ষেত্র, সম্পত্তি ও শিক্ষায় নারীর অধিকার” শীর্ষক নভেম্বর মাসের মাহফিল নগরীর ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘আলোর পথে’র সিনিয়র সদস্য তাসমিয়া তাবাসসুম এর তত্ত্বাবধানে এবং নুসরাত জাহান খানম ও সুহিন আকতারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন নিপা মনি, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত এবং তথ্যকণিকা উপস্থাপন করেন রাজিয়া সুলতানা পপি।
নির্ধারিত বিষয়ে আলোচনায় বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও দরবারে কামেলিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারী বলেন- ইসলাম কর্মক্ষেত্র, সম্পত্তি ও শিক্ষা অর্জনে নারীদের অধিকার যথাযথভাবে নিশ্চিত করে তাদেরকে সম্মানিত করেছে। তাই ইসলামের স্বর্ণালী যুগে নারীরা সন্তান-সন্ততি ও পরিবারের দায়িত্ব পালন করার সাথে সাথে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিলো।