মোঃ সালাউদ্দিন:- পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সেনা জোন।
এরই ধারাবাহিকতায় (২ ডিসেম্বর ) পার্বত্য শান্তি চুক্তির (২৭ তম) বর্ষপূর্তি উপলক্ষে সিন্দুকছড়ি জোনের দায়িত্ব পুর্ন এলাকার শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ের মাঠে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর ও মাদ্রাসার শ্রেণীকক্ষ নির্মাণে ঢেউটিন, শীতার্তদের মাঝে কম্বল, বিভিন্ন ক্লাবে খেলার সামগ্রী,মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও অসহায় দের মাঝে নগদ অর্থ সহ (৪৫০)জন সুবিধাভোগীদের এ মানবিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি (৫২৬)জন জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করে সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, ক্যাপ্টেন আরিফুল ইমরান, ডা: মোঃ মাজহারুল ইসলাম ও ডা: এনাতুল্লাহ মাহফুজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এমপিপি, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
আরো উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএস সি জি, রিজিয়ন ও জোনের সামরিক পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তবে সকলে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রিজিয়ন কমান্ডার।