মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন নিজ হাতে যমুনা নদীর ময়লা আবর্জনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২রা ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাথে নিয়ে যমুনা নদীর আবর্জনা পরিষ্কার করেন। ইউএনও’র ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখে এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ তার সাথে অংশ গ্রহণ করে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন সকলের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। তিনি উপজেলা সদরে সকল ব্যবসায়ীদের যমুনা নদীতে ময়লা আবর্জনা না ফেলা এবং নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তা পরিষ্কার রাখার পরামর্শ দেন।