মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০৩/১২/২০২৪ ইং
গার্মেন্টস এর বায়ারের কাজে বন্ধুদের সঙ্গে চীন থেকে বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় ঘুরতে আসেন চেংনাং নামের চীন এর এক যুবক।কাজের সু- বাদে সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার অন্তরা নামের এক তরুণীর সঙ্গে দেখা হয় এবং তার প্রেমে পড়ে যায়। এরপর দুই জনের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতি ক্রমে চীনের যুবক ইসলাম ধর্ম গ্রহণের পর প্রেমিকা অন্তরাকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নতুন করে তার নাম রাখা হয়েছে সালমান স্বাধীন। বর্তমান দুইজন সিরাজগঞ্জ এর কাজিপুর উপজেলার পৌর এলাকার বিয়ারা গ্রামের অন্তরার বাড়িতে বসবাস করেছেন। ভিসা প্রসেসিং শেষে স্বামী স্ত্রী দুইজন চীনের হুবান শহরে চলে যাবেন। দুই দিন আগে নব – দম্পতি গ্রামে আসলে অন্তরার স্বজনরা সহ দূর দূরান্ত মানুষ এসে বিদেশী জামাইকে দেখতে ভিড় জমাচ্ছেন। অন্তরা খাতুন আরো বলেন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চীন থেকে কিছু বিদেশী বায়ারের সঙ্গে চেংনাংয় কারখানায় আসেন তখন চেন্নাইয়ের তাকে দেখে ভালো লাগে এরপর দুই জনের ফেসবুকে কথাবার্তা হয় এবং মন দেওয়া হয়। তিন মাস প্রেমের পর পরিবারের সম্মতিতে চেন্নাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং সেপ্টেম্বরের ২২ তারিখে দুইজন দুজনের বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি আরো বলেন গত ৫ মাস আগে তার পূর্বের স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। ৯ বছর বয়সী একটি মেয়ে ও রয়েছে তার তবে এসব বিষয় খুব সহজেই সালমান স্বাধীন ওরফ চেন্নাই মেনে নিয়েছেন। চীনের হুবন শহরের যুবক চেংনাই বলেন অন্তরাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লেগেছে। পরে তার সঙ্গে আমি যোগাযোগের মাধ্যম খুঁজতে থাকি। এক পর্যায়ে অন্তরার ফেসবুক আইডি খুঁজে তাকে মেসেজ পাঠাই। সেই থেকে আমাদের সম্পর্ক শুরু। এরপর প্রেম এবং বিয়ে অন্তরার অতীত নিয়ে আমার কোন অভিযোগ নেই এখন দুইজন সারা জীবন একসাথে থাকব এটাই আমাদের পরিকল্পনা। ইতিমধ্য ভিসার ও আবেদন করেছি ভিসা পেলেই দুইজন চীনে চলে যাবো। অন্তরার বাবা আব্দুর রশিদ ও মা রাহেলা খাতুন জানান , প্রথমে একটু চিন্তা হয়েছিল ভিনদেশী একজনের সঙ্গে আমাদের মেয়ে কিভাবে সংসার করবে তবে ধীরে ধীরে একে অপরের চিন্তা চেতনা বুঝতে পারলাম তাদের মধ্যে একটি সুন্দর বন্ধনের সৃষ্টি হয়েছে। সেজন্য আমরাও তাকে মেয়ের জামাতা হিসেবে মেনে নিয়েছি।অভিভাবক হিসেবে আমরা খুশি। দোয়া করি তারা যেন সারাজীবন সুখে থাকে। এ বিষয়ে গ্রামবাসীর কয়েকজনের সাক্ষাৎকারে পাওয়া যায় যে বাংলাদেশের মেয়েরা এত সোনার সোহাগা হয়েছে । পূর্বে আমরা এরকম বিয়ে আরও অনেক কয়েকটি দেখেছি। যেমন : তুরস্কের যুকবের সঙ্গে শাহজাদপুরের যুবতীর বিয়ে হল গত কয়েকদিন আগে এখন চীনের চেংনাই এর যুবক এর সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পৌর এলাকার যুবতীর বিয়ে।