মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০২/১২/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডক্টর এম.এ মতিন পৌর ওয়র্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত এর রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আল-মামুন। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আল-আমিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী (পিপিএম), পৌর বিএনপির সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, একটি সুন্দর জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক সুস্থাতা বজায় থাকে তেমনি মেধা বিকাশেও সহায়ক ভূমিকা পালন করে। সকল শ্রেণী পেশার মানুষকে অবসর সময়কে যেনতেনোভাবে নষ্ট না করে খেলাধুলার মাধ্যমে সময় অতিবাহিত করার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। ১৬ টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় রূপপুর হান্টার একাদশ বনাম শাহ্ মখদুম ক্রিকেট একাদশ অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় ৪৯ রানে জয়লাভ করে রূপপুর হান্টার একাদশ।