মিজানুর রহমান জেলা প্রতিনিধি (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাতে মরা গরুসহ কসাই ও তার সহযোগী আটক হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার দিবাগত-রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌরসভার অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তির থানা পুলিশ পৌর এলাকার অর্জুনপুর ব্রীজ এলাকায় অভিযান চালান। এসময় একটি অটোভ্যানে গরু দেখতে পায়। গরুটি মরা হওয়ায় কসাই ও তার সহযোগি শটকে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশ আরো জানায় মরা গরুর মাংস বাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিযুক্ত কসাই ও তার সহযোগি। এমন অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করে থানায় নেয় পুলিশ।
অটোভ্যান চালক মকবুল বলেন, আমাকে রাত ১টার দিকে শিবগঞ্জ থেকে আদালীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। গরু নিয়ে আসার সময় অর্জুনপুর ব্রীজের উপর থেকে পুলিশ আমাদের আটকে দিয়ে থানায় নিয়ে আসে। সে সময় গরুটি মরা ছিলো।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, মরা গরুর মাংস সাধারণ মানুষের মাঝে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো, পুলিশ জানতে পেরে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় গরু জাবাইয়ের কাজে ব্যবহৃত ৩টি চাকু উদ্ধার করা হয়।