1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কোষাধ্যক্ষকে অপসারণের দাবিতে ববিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি  - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গী হযরত আলী মেমোরিয়াল একাডেমী এন্ড কলেজে আলোকিত মানুষ গড়ার লক্ষে কী করণীয়? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডা: মোঃ মশিউর রহমান এর বিরুদ্ধে বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের সংবর্ধনা রাজশাহী জেলা ডিবির সফল অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা ময়মমসিংহ রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ সতেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তাহিরপুরে শক রেস্পন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রজেক্টের অবহিতকরণ সভা ক্রেতা সুরক্ষা মেলা ২০২৪ এর শুভ সূচনা হলো, কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা অসহায় দরিদ্র দুঃস্থ এতিম মাদ্রাসার ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন

কোষাধ্যক্ষকে অপসারণের দাবিতে ববিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোষাধ্যক্ষ নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এমনকি কোষাধ্যক্ষকে অপসারণ করা না হলে প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা দেন শিক্ষকদের একটি বৃহৎ অংশ । সোমবার (২ ডিসেম্বর)  দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় কোষাধ্যক্ষকে অপসারণ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এরআগে নবনিযুক্ত কোষাধ্যক্ষ কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল খানকে দুর্নীতিবাজ ও স্বৈরাচারীর দোসর আখ্যা দিয়ে প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন ববির ১১৬ জন শিক্ষক।

 

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পরিবার কোন আমলাদের কোষাধ্যক্ষ হিসেবে মেনে নিতে পারছিনা। আমাদের অধিকাংশ শিক্ষক এই দাবির সাথে একমত। আমরা সরকারকে অনুরোধ করবো যেন এই সাবেক সেনা কর্মকর্তার নিয়োগ বাতিল করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট একজন শিক্ষাবিদকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হোক। যারা ফ্যাসিস্টদের দোসর বা দুর্নীতিগ্রস্ত তাদের পুনর্বাসন করা মানেই জুলাই বিপ্লবের রক্তের সাথে বেঈমানী করা। সাবেক সেনা এই কর্মকর্তাকে কোষাধ্যক্ষ পদ থেকে অপসারণ করা না হলে আমরা শিক্ষকেরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দীন বলেন, আমরা শুনেছি রাতের আধারে কোষাধ্যক্ষের দপ্তরে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে গাড়িও দেওয়া হয়েছে, যেটি দুঃখজনক। এমনকি তিনি নাকি ঢাকা থেকে অনলাইনে অফিসও করবেন । আমরা যে মানুষটিকে গ্রহণ করছিনা সেখানে কিভাবে তিনি অফিস করবেন সেটিই বোধগম্য নয়। আমরা অনতিবিলম্বে কোষাধ্যক্ষকে অপসারণ চাই।

সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জিহাদ বলেন, যেকোন বিশ্ববিদ্যালয়ে আমলা ও সাবেক সেনা কর্মকর্তার পুনর্বাসন হতে পারেনা।বিশ্ববিদ্যালয় পারিচালিত হবে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষাবিদদের দ্বারা। অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট না এমন একজন সাবেক সেনা কর্মকর্তাকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে।তাই, সরকারের কাছে অনুরোধ থাকবে এই নিয়োগ বাতিল করে একজন স্বনামধন্য শিক্ষাবিদকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হোক।

কোষাধ্যক্ষ গাড়ি ব্যবহার করছেন কিনা প্রশ্ন করা হলে পরিবহন পুলের ম্যানেজার আতিকুল হক ফরাজী বলেন, নিয়মঅনুযায়ী তিনি গাড়িটি ব্যবহার করছেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাসের ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান কর্নেল (অবসরপ্রাপ্ত)  আবু হেনা মোস্তফা কামাল খান। ওইদিন রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার আগেই যোগদানে বা ক্যাম্পাসে প্রবেশে বাধা সৃষ্টি করার জন্য ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীদের একটি অংশ। পরে উপাচার্যের কার্যালয়ে আসেন সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার। শিক্ষার্থীরা উপাচার্য কক্ষে ঢুকে ট্রেজারারের বিরুদ্ধে নানান অভিযোগ এনে তাকে যোগদানে বাধা দেন এবং ক্যাম্পাস থেকে তাকে চলে যেতে বলেন।

 

এমনকি শিক্ষার্থীরা তাঁকে (কোষাধ্যক্ষ)  স্বৈরাচারীর দোসর,বেরোবিতে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিগ্রস্ত ও কলিমউল্লাহর সহযোগী হিসেবে কাজ করেছে বলে অভিযোগ তোলা হয় তাঁর (ট্রেজারার) সামনেই। এসময় সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি