মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত আমির ভান্ডার দরবার শরীফের প্রাণ পুরুষ হযরত আমিরুল আউলিয়া নামে প্রতিষ্ঠিত স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক পবিত্র খতমে কুরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ০৩ ডিসেম্বর সকাল ৮ টায় শাহ আমির উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকল শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দোয়া মাহফিলের কার্যক্রম শুরু করেন।
এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন — সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা আমিরী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন,সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী,মাওলানা নুরুল ইসলাম জিহাদি, সিরাজুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন, নুরুল করিম, আবছার উদ্দিন সোহেল, জহির তালুকদার, হারুন,মাহবুব আলম, রিপন, তুষার, শাকিব, ইসলাম, মেহরাজুল আলম প্রমুখ। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী ও কর্মচারী সহ সকলেই উপস্থিত ছিলেন।
সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা আমিরী বলেন, চট্টগ্রামের পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফের প্রাণ পুরুষ হযরত আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান শাহ নামে এই বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই বিদ্যালয়ের কতৃপক্ষ যারা ছিলেন আছেন সকলেই এই শাহ আমির উচ্চ বিদ্যালয়ের জন্য অনেক পরিশ্রম করেছেন। চট্টগ্রাম পটিয়ার মধ্যে একটি আউলিয়া কেরামের নামানুসারে বিশ্বের কাছে তুলে ধরেছেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছি।
দেশের জন্য, সকলের জন্য দোয়া করি।
এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন তালুকদার, সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী সহ অনেকেই।
আখেরি মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া করার মধ্য দিয়ে এই খতমে কুরআন আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্ত করেন।