আমির হোসেন
স্টাফ রিপোর্টার
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম।
সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) এর তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, সমাজসেবক আবুল হোসেন, সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ খান প্রমুখ।