মিজানুর রহমান জেলা প্রতিনিধি (বগুড়া) :-
বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(৩ ডিসেম্বর) বেলা ১১ টায় মহাস্থান বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানে অবৈধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে মহাস্থান বাজারের জাহিদুর ইসলাম এর ২০ হাজার টাকা ও ইউসুফ আলীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আমরা কাজ করছি।সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।