চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা
দক্ষিণ চট্টগ্রাম অর্ন্তগত, আনোয়ারা উপজেলার অর্ন্তগত বৈরাগ ইউনিয়ন ঘিরে শিল্প পোশাক কারখানার নামে (কে পি জেড) কুরিয়ান ইকোনমিক জোন ইয়াংওয়ান গ্রুপের ২য় শাখা কর্ণফুলী থানার অর্ন্তগত।প্রায় ১৩ হাজার উর্ধে কর্মজীবি মানুষ কাজ করছে। প্রথম দিকে যদিও বা কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রি হলে এর পাশে বৈদেশিক মুদ্রা অর্জনে বিদেশি কর্ম সংস্থা বৃদ্ধি পায়।এখানে রয়েছে। 'ডে চাইল্ড কেয়ার' ,কর্ম বিরতি, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা। কিন্তু সকল কর্মচারী সকল হলে নিজ কর্ম ব্যস্ততার মাঝে ভোরে বেরিয়ে পরে কর্মসংস্থা দিকে।সব মিলে দেখা যায় পথে দীর্ঘ যানযট,বিভিন্ন পয়েন্টে। পাশাপাশি সময় পেরিয়ে গেলে জরিমানা পোহাতে হয় অনেক।শ্রমিকদের অভিযোগ একটা সকালে অফিস যাওয়ার সময়,আর ছুটির শেষের সময় বিরাট সমস্যা যাতায়াতের। সারা দিন কাজে ব্যস্ততার পরে বাসা যাওয়াতে দীর্ঘ যানযট বিভিন্ন মুখি যানবাহনের চাপ ও ভোগান্তি হয় অনেক। নাই কোন প্রশাসনিক ব্যবস্থা ট্রাফিক নিয়ম কানুন।প্রতিদিনের এ সমস্যায় পরতে হয় আমাদের। তাই প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেছেন। জন সাধারণ ও কর্মজীবিরা বিভিন্ন পেশার কর্মকর্তারা। যাতে সুরাহ আসে। সুদৃষ্টির জন্য অনুরোধ জানিয়ে ট্রাফিকের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করে। আর ৬ (ছয়) আগস্ট এর পর থেকে ছাত্রদের পাশাপাশি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুর্নীতি দমন ও তথ্য প্রকাশকারী সংস্থা পক্ষে থেকে আনোয়ারা উপজেলা কাফকো আহমদ রেজা মানবাধিকার সংস্থার উপ-সহকারী পরিচালক সমগ্র বাংলাদেশ এ দায়িত্ব পালনকরে। সেন্টারে সকাল ও সন্ধ্যায় (সিএনজি) সমিতির লাইনম্যানদের নিয়ে দীর্ঘতম যাটযট নিরসনের কাজ করে যাচ্ছেন।আহমদ রেজা জানান একের লাটি দশের বোঝা কিন্ত ট্রাফিক সাথে থেকে যদি কাজ গুলো পরিচালনা করলে।আমার মনে হয়।আরো অল্প সময়ে যানযট কমে আসতো।উপজেলার ইউ এন ও, প্রসাশনিক সুদৃষ্টি অনুরোধ রইল।