মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর:
শেরপুরের জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।”অন্তভূক্তিমূলক টেঁকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জণগণ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিনের দিকে শেরপুরের কালেক্টরেট প্রাঙ্গণে ও জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এসময় শেরপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক এ.টি.এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনয়ারা প্রমূখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ এবং জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকার বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৩৪ টি হুইলচেয়ার,২ টি ট্রাই সাইকেল,২ টি ফোল্ডিং ওয়াকার,১টি কোনার চেয়ার তুলে দেন।