স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ঐতিহাসিক পুন্যতীর্থ আবদুল্লাপুর শাক্যমুনি বিহারের বিশিষ্ট দায়ক ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটের সাবেক সিনিয়র মেম্বার, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সাবেক উপদেষ্টা, আবদুল্লাপুর শহীদ দীপক সংঘের প্রচার সম্পাদক বাবু টিপু বড়ুয়ার পরম শ্রদ্ধেয় পিতা বাবু চিত্রসেন বড়ুয়া আজ মঙ্গলবার বিকেল ৩:৩৫ মিনিট ঘটিকার সময় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর, তিনি চার ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আমরা সকলে ওনার আত্মার সৎগতি কামনা করছি। উনার অন্তষ্টিক্রিয়া আগামীকাল অনুষ্ঠিত হবে।
তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেন পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ, সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ, বাগীশিক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা।