প্রতিবেদকঃ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলাতে পিরেনেপির কামেল আউলিয়া শাহ সুফি চেরাগ আলী মুন্সী (রহঃ) পবিত্র মাজার শরিফের বাৎসরিক ওরস শরীফে তৌহিদি জনতার ব্যানারে প্রকাশ্যে জঙ্গি হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। মাজারে জঙ্গি হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের হুমকি প্রদানের ঘটনায় মাজার শরিফ পরিচালনা কমিটির পক্ষে ভোলা জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন মাজারের মোতাওয়াল্লী শিহাব উদ্দিন রাসেল নয়াপুরী।
অভিযোগ সুত্রে জানা যায়, তজুমুদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নে শাহিত আল্লাহর মহান ওলি শাহ সুফি চেরাগ আলী মুন্সী (রহঃ) পবিত্র মাজার শরিফে শত বছর ধরে ২৪ অগ্রহায়ণ বাৎসরিক ওরস শরীফ উদযাপন হয়ে আসছে। ওরস শরীফকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পিরের দরবারের ভক্ত অনুসারীরা অংশ গ্রহণ করে থাকে ওরসে।
হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত হেফাজত ইসলামি ভোলা জেলা শাখার সহকারী দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাইমের একটি ভিডিও সুত্রে দেখা যায়, আসছে ১৪ ডিসেম্বর ২৮ অগ্রহায়ণ শনিবার তজুমুদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নে শাহিত আল্লাহর মহান ওলি শাহ সুফি চেরাগ আলী মুন্সী (রহঃ) পবিত্র মাজার শরিফে বাৎসরিক ওরস শরীফে দেশ জুড়ে আগত ভক্ত অনুসারীদের উপর প্রকাশ্যে হামলা, ককটেল বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
হুমকি প্রদান নিয়ে তজুমুদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন জুড়ে নানা শ্রেণির মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হামলার হুমকির বিষয়ে নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া কমলাপুর দরবার শরীফের পির সাহেব মোঃ সিদ্দিকুর রহমান ইদ্রিস মাঃ, নয়াপুর দরবার শরীফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ট্রাস্টি ও খুলনা সূফী সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবু সাহেব, আল সূফী বার্তা সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীসহ অসংখ্য সূফী তরিকার প্রতিনিধি বৃন্দ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, হামলা ও নাশতার প্রকাশ্যে হুমকি প্রদানের ঘটনায় মাজার অনুসারীরের পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসছে। মাজারে যেকোনো ধরনের হামলা, নাশতা প্রতিহত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।