স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
উপমহাদেশে মাইজভাণ্ডারী ত্বরিকার প্রতিষ্ঠাতা ইমামুল আউলিয়া গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ প্রকাশ হজরত সাহেব কেবলা কাবার ১১৯তম প্রধান ওরশ শরীফ আগামী ১০ই মাঘ ২৪শে জানুয়ারি সফল করার লক্ষ্যে ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রস্তুতি ও সমন্বয় সভা ৬ ডিসেম্বর জুমাবার বা'দ এশা মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কতৃক মনোনীত দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)'র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে । উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়দ আহমেদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমেদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ।
এতে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্র,মহানগর, উপজেলা, দায়রা ও আঞ্চলিক শাখা কমিটির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিতি কামনা করেন কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী ও মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ ।