মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগরের অবৈধ রিডা প্রাইভেট হাসপাতালে এবার ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে।
৪ঠা ডিসেম্বর বুধবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শ্যামনগর কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের হাবিবুর রহমানের অন্ত্বসত্তা স্ত্রী তামান্না সুলতানা রুপার প্রসব বেদনা উঠলে তার অভিভাবকরা মঙ্গলবার সন্ধার পর শ্যামনগর স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা সিজারের পরামর্শ দেন এবং রিডা প্যাইভেট হাসপাতালে ভর্তির জন্য বলেন। রোগীর অভিভাবক রিডা প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ চুক্তি করে সিজারের জন্য ডাক্তার রিতা রানী পালকে ডেকে রাত ১টার দিকে সিজার করেন। সিজারের পর রোগী অসুস্থ হয়ে পড়লে ভোরে রিডা প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সাতক্ষীরায় পাঠিয়ে দেন। তবে সাতক্ষীরায় পৌঁছানোর আগেই পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তামান্না সুলতানা রুপা।
নিহতের স্বামী হাবিবুর রহমান বলেন, কোন এনপস্থেসিয়া ডাক্তার ছাড়া অপারেশন করায় অতিরিক্ত রক্তক্ষরণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।
এব্যাপারে রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়মনীতি মেনে অপারেশন করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, আমি ঘটনা শুনেছি তবে আমার কাছে কোন অভিযোগ এখনও দেইনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ওই অবৈধ হাসপাতালের ভূল চিকিৎসায় একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। সচেতনমহল এই অবৈধ হাসপাতাল বন্ধের দাবী জানিয়েছেন।