মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি অফিসে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে বিআরডিবির হল রুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র (এক অংশের) সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু, যুগ্ন আহবায়ক খাইরুল আহসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাউসুল হোসেন রাজ, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু সিদ্দিক লাকি, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আইরিন নাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন সহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি ও বেসরকারি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতির রাবিদ মামুদ চঞ্চল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক আসলাম লিংকন, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য মোঃ শরিফুল ইসলাম শরীফ, নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।