মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
সরকারের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতি প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা। তবে, তেল সংকটের কারণে নির্ধারিত সময়ে সব ওয়ার্ডে পণ্য বিতরণ সম্ভব হচ্ছে না।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমে নন-কার্ডধারীদের কাছেও পণ্য বিক্রি করা হচ্ছে। তবে, তেল সংকটের কারণে নভেম্বর মাসের কার্যক্রমে এখনও ২৯টি ওয়ার্ডে বিতরণ শুরু হয়নি। টিসিবি চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম জানান, “তেল সরবরাহ পেলেই আমরা দ্রুত বাকি ওয়ার্ডগুলোতে কার্যক্রম শেষ করব। বর্তমানে নগরীর ২০টি পয়েন্টে ট্রাক সেল চলছে।”
এদিকে, জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হবে। এখন পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ফ্যামিলি কার্ডের মধ্যে আড়াই লাখ হাতে লেখা কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত পুরনো কার্ডেই পণ্য সংগ্রহ করা যাবে। জানুয়ারি থেকে নতুন কার্ড স্ক্যান করে ডিলারের মোবাইলে পণ্য গ্রহণ করতে হবে।
টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো ভোটার আইডি কার্ডের মতো এবং সেগুলো অনলাইনে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে বাকি কার্ডগুলোও স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরিত হবে।