স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আওলাদে রাসুল (দঃ), খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, বাহারুল উলুম, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৮০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ২৭অগ্রহায়ণ ১২ ডিসেম্বর ২০২৪ইং রোজ বৃহষ্পতিবার ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচী পালতের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে আপনাদের সকলের দাওয়াত রইল।
এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন
মুর্শিদে বরহক গাউছে জামান হযরত শাহছূফি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (কু:) কর্তৃক ১৯৮২ সালে মনোনীত ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (ম:জি:আ:)।