স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশ পথ খ্যাত অলংকার মোরের নতুন ও আধুনিক শপিং মল হেভেন সিটি সেন্টারের ৫ ম তলায় যাত্রা শুরু করেছে বিশ্ব মানেরনআধুনিক মোবাইল শপ ত্রি স্টোর।
গতকাল ৪ ডিসেম্বর বুধবার বিকেলে ৪টায় এ আধুনিক মোবাইল শপ ত্রি স্টোরের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও আকবরশাহ থানা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল হক টুটুল।
এসময় উপস্থিত ছিলেন ত্রি স্টোরের স্বত্বাধিকারি ছোটন, মিজান ও আরাফাত। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হেভেন সিটি সেন্টার ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্হানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, অলংকার হেভেন সিটি সেন্টার শপিং মলে বিশ্ব মানের মোবাইল শপ ত্রি স্টোর যাত্রা শুরু করে নগরের প্রবেশ পথ খ্যাত অলংকারকে সমৃদ্ধ করেছে। ক্রেতা সাধারণের নাগালের কাছে এসে আধুনিক মোবাইল শপ ত্রি স্টোর এক যুগান্তকারী ও উদার মানসিকতার পরিচয় দিয়েছে। আধুনিক ও বিশ্ব মানের মোবাইল দোকানে ক্রেতা নয়, ক্রেতার আস্থা নিয়ে ক্রেতার কাছেই আধুনিক ও বিশ্ব মানের মোবাইল যেন ত্রি স্টোর।