মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ভেটোনারি ঔষুধ বিক্রেতা ও কোম্পানির প্রতিনিধিদের নিয়ে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স (এ এম আর) সংশ্লিষ্ট আইন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সেলিম জাহাঙ্গীর সৌরভের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, জেলা ড্রাগ সুপার সাকিব আহম্মেদ, উপজেলা ভেটোনারী সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বী প্রমুখ।
সভায় বক্তাগণ পশু প্রাণি চিকিৎসায় ঔষুধ বিক্রেতাদেরকে এন্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে খামারি সহ ব্যক্তি পর্যায়ে পশু পাখি পালনকারীদের সচেতন করার আহবান জানান । এসভায় প্রায় ৮০ জন ঔষুধ বিক্রেতা ও কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন