1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ববির ইতিহাস বিভাগে " বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য " শীর্ষক সেমিনার আয়োজিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা অসহায় দরিদ্র দুঃস্থ এতিম মাদ্রাসার ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন উত্তরাতে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গী হযরত আলী মেমোরিয়াল একাডেমী এন্ড কলেজে আলোকিত মানুষ গড়ার লক্ষে কী করণীয়? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডা: মোঃ মশিউর রহমান এর বিরুদ্ধে বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের সংবর্ধনা রাজশাহী জেলা ডিবির সফল অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা ময়মমসিংহ রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ সতেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ তাহিরপুরে শক রেস্পন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রজেক্টের অবহিতকরণ সভা

ববির ইতিহাস বিভাগে ” বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ” শীর্ষক সেমিনার আয়োজিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ২০২৪)বেলা সাড়ে দশটা থেকে দুইটা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের উদ্যোগে “বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য” শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে। উক্ত সেমিনারে বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য, মধ্যযুগের ইতিহাস ও সংস্কৃতি ঐতিহ্য কিরূপ ছিল এবং আধুনিক যুগে সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে ধারণ করা যায় এবং আরো কিভাবে সমৃদ্ধ করা যায় এ সকল বিষয় নিয়ে আলোকপাত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ। আরো ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ডক্টর মুহাম্মদ তানভীর কায়সার, এছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল বাতেন চৌধুরী । আর উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার, ইলিয়াস হোসাইন, কবির হাসান এবং ইতিহাস বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

কলা ও মানবিক অনুষদের ডিন ডঃ মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সংস্কৃতি হলো আমাদের প্রাণ। এর মাধ্যমেই আমাদের অস্তিত্ব বিরাজ করে। সাংস্কৃতির আমাদের আরো বেশি বেশি চর্চা হওয়া দরকার। তিনি আরো বলেন, কলা ও মানবিক অনুষদের ডিম হিসাবে আমি ইতিহাস বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, তারা এমন একটি সুন্দর সেমিনারের আয়োজন করেছে যা বর্তমান সময়ে ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারণের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক।

এছাড়া প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি হল বহমান নদীর মত। নদীকে যেমন বেঁধে রাখা যায় না তেমনি সংস্কৃতির প্রবাহ সংস্কৃতির ধারা বেঁধে রাখা যায় না। আমাদের একটি দীর্ঘ সমৃদ্ধ সংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলো আমাদের ধারণ করতে হবে, আমাদের গবেষণা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, প্রাচীন যুগে মধ্য যুগে ও আধুনিক যুগে রাজদরবার কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা হতো ফলে রাজনৈতিক কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা হয়েছে বেশি কিন্তু সাধারণ মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য চর্চাটা গুরুত্ব পাইনি বর্তমানে সেগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে
এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেটি হচ্ছে অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় সংস্কৃতি । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই হচ্ছে আগামীর গবেষক- দার্শনিক, তোমাদের নিজ উদ্যোগে সাংস্কৃতিক চর্চা ও গবেষণায় উদ্যমী হতে হবে।

এ সময় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী বলেন, ইতিহাস বিভাগ এই নিয়ে আমরা সাতটি সেমিনারের আয়োজন করেছি এবং কয়েকটি আন্তর্জাতিক সেমিনার করেছি। এই আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের চিন্তার ধারণা শক্তিশালী ও গভীর হবে। ভবিষ্যতে আমরা আরো সেমিনারের আয়োজন করব যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের চিন্তার জগত ও গবেষণার জগত প্রসারিত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি