মাসুদ রায়হান মনিরামপুর যশোর, প্রতিনিধিঃ।
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নং দৃর্বা ডাম্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল আনোয়ার দীর্ঘ চার মাস পরিষদে অনুপস্থিত থাকায় রচম দুর্ভোগে পড়ে পুরো ইউনিয়ন বাসি। সাধারণ মানুষ জন্ম সনদ নাগরিক সনদ পত্র সহ সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে প্রায় দিশেহারা হয়ে পড়ে।
ইউনিয়ন বাসির দুর্ভোগের কথা বিবেচনা করে অন্তবর্তী কালীন সরকার দিচ্ছে অনুউপস্থিত চেয়ারম্যানদের ইউনিয়ন অফিসে যোগাযোগ করার জন্য সময় সিমা দিয়ে চেয়ারম্যানদের আহবান জানন।
কিন্তু সেই সময় সিমার মধ্যে দৃ্র্বা ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার ইউনিয়ন অফিসে না আসায় মনিরামপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা নিশাত তামান্না মনিরামপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান কে দৃর্বা ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দান করেন।
আজ পাচই ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগায় সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করেন। এসময় ইউনিয়ন সচিব কোমল কান্তি সরকার ও ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান সহ সকল ইউপি সদস্য, মহিলা সমদ্য ও গ্রাম পুলিশরা প্রশাসক মোঃ রেকনুজ্জামান কে ফুলেল শুভেচছা জানিয়ে তাকে সাদরে গ্রহণ করেন।
সংক্ষিপ্ত এক বক্তব্য সচিব কোমল কান্তি সরকার উপস্থিত সকল ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা সবাই মিলে আন্তরিকতার সহিত প্রশাসকে সহযোগীতা করবো যাতে করে ইউনিয়ন বাসি যে সেবা থেকে এতদিন বঞ্চিত ছিল তার ঘাটতি যেন আমার কেটে উঠতে পারি। প্রশাসক মোঃ রোকনুজ্জামান বলেন সময় এবং পরিস্থিতি বুঝে আমাদের সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে আমরা নাগরিক সেবা সঠিক ভাবে দিতে পারবো আমি চাই কেউ কোন রকমের অনিয়ম দুর্নীতি বা পক্ষপাতিত্ব না করি আমাদের সবার একটাই উদ্দেশ্য নাগরিক সেবা দান। উপস্থিত সকল ইউপি সদস্য ও ইউনিয়ন গ্রামপুলিশ সহ সকলের সহযোগীতা কামনা করেন। সপ্তাহের প্রতি সোমবার সকাল দশটা থেকে বেলা এক টা পর্যান্ত নিয়মিত ইউনিয়ন অফিস করবেন প্রশাসক মোঃ রোকনুজ্জামান।