মোঃ আব্দুল গফুর শিকদার
(ভোলা) জেলা প্রতিনিধি।।
ভোলার মনপুরায় কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার রাসায়নিক সার ও বীজ বিতরন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস কর্তৃক এক উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষকদের সাথে মত বিনিময়ের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সার ও বীজ বিতরন উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মেঃ সাইদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি অফিসের উপ সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত জানা হয়। এবং কৃষকদের হাতে ইউরিয়া, কম্পোস্ট সার। ধান ও সরিষার বীজ বিতরন করা হয়। পরবর্তিতে মাঠপর্যায়ে তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হবে।