মোঃ আফতাবুল আলম
আজ ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আরএমপি। এতে সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
আরএমপি কর্তৃক আয়োজিত এ সভায় দেশের সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি ও ইসকন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গুজব প্রতিরোধসহ যেকোনো প্রয়োজন ও তথ্য দিতে আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।