মোঃ আফতাবুল আলম
আজ ০৫-১২-২০২৪ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নাইস কনভেশন সেন্টারে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের উদ্যােগে ২০২৩-২০২৪ সেশনের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে উপস্থিত ছিলেন-
নুরুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিফাত আলম, সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রশিবির, সামিম আহমেদ, সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর ছাত্রশিবির, মাসুম আহমেদ, সভাপতি, রাজশাহী কলেজ ছাত্রশিবির,মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক , রাজশাহী কলেজ ছাত্রশিবির।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দগন রাজশাহী কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিকট বিভিন্ন ইসলামিক বই/পুস্তক তুলে দেন। এবং ইসলামিক আদর্শ লালন করে উত্তম নাগরিক হিসেবে নিজেদের কে গড়ে উঠার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নবীন বরণ অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।