হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাট সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রীর ঐতিহ্যবাহী ঠাকুর বাড়িতে (শ্রী শ্রী নয়ন ঘোষাল মহোদয়ের আঙ্গিনায়) ৭ম বার্ষিকী ৮ম প্রহরব্যাপী মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আগামী ১৯শে অগ্রহায়ণ হইতে ২১শে অগ্রহায়ণ ১৪৩১ বাংলা, ৫ই ডিসেম্বর হইতে ৭ই ডিসেম্বর ২০২৪ ইং, রোজ: বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যন্ত।
অনুষ্ঠান সূচীঃ
১৯ অগ্রহায়ণ ১৪৩১ বাং (৫ ডিসেম্বর ২০২৪ ইং), বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্রীমৎভগবত পাঠ, সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন অতঃপর শ্রী শ্রী মহানাম যজ্ঞের শুভ গন্ধাধিবাস।
২০ অগ্রহায়ণ ১৪৩১ বাং (৬ ডিসেম্বর ২০২৪ ইং), শুক্রবার ৮ম প্রহর ব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন।
২১ অগ্রহায়ণ ১৪৩০ বাং (৭ ডিসেম্বর ২০২৪ ইং), শনিবার ব্রহ্ম মুহর্তে নামযজ্ঞ সমাপন, কুঞ্জভঙ্গ, নগর সংকীর্ত্তন এবং মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগান্তে মহা-প্রসাদ বিতরণ।
নামসুদা পরিবেশনায়ঃ
বাবা লোকনাথ সম্প্রদায়-সাতক্ষীরা
জয় পাগল সম্প্রদায়-রানপাল,বাগেরহাট
সোনার গোপাল সম্প্রদায়-বরিশাল
জগৎ বন্ধু সম্প্রদায়-খুলনা
যুগল গোপাল সম্প্রদায়-ফকিরহাট
রাধা মাধব সম্প্রদায়-বাগেরহাট
নামযজ্ঞ অনুষ্ঠান ঘিরে ঠাকুর বাড়ির যজ্ঞ অনুষ্ঠান স্থল এবং তার আশপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।
আয়োজক শ্রী শ্রী নয়ন ঘোষাল অধিকারী জানিয়েছেন, আমাদের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও বৃহৎ পরিসরে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই যজ্ঞানুষ্ঠানে কয়েক হাজার মানুষের জনসমাগম ঘোটবে। নির্বিঘ্নে অনুষ্ঠান পালনে সহযোগিতার জন্যে আমরা প্রশাসনকে অবহিত করেছি। সুন্দর ভাবে যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করতে আমরা সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।