বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে গরিবের বন্ধু নামের দোকানে ৩০ বছর ধরে অসহায় গরীব মানুষদের বিনামূল্যে চা-বিস্কুট খাওয়াইয়ে আসছেন লুৎফর হাওলাদার,
উপজেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম কলসকাঠী বাজারে সরেজমিনে দেখা গেছে এমনি চিত্র। গরিবের বন্ধু স্বত্বাধিকারী লুৎফর হাওলাদার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চা খাওয়াচ্ছেন বয়োবৃদ্ধসহ ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা গরিব অসহায় মানুষদের, লুৎফর হাওলাদার ইউনিয়ন পরিষদের সামনে ৩০ বছর ধরে তার এই চায়ের দোকান চালিয়ে আসছেন, তিনি চা-বিস্কুট বিক্রির পাশাপাশি প্রতিদিন ১০০ থেকে ১৫০ কাপ চা ও বিস্কুট খাওয়াচ্ছেন বিনামূল্যে। তার বিনামূল্যের চায়ের দোকান উপজেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে দূরদূরান্ত থেকে তার দোকানে শখের বসে আসেন চা -বিস্কুট খেতে,
৫ ডিসেম্বর সরোজমিনে দেখা যায়,গরিবের বন্ধু নামের চায়ের দোকানদার লুৎফর হাওলাদার তার দোকানের মধ্যে কয়েকজন বৃদ্ধ মানুষকে চা খাওয়াচ্ছেন। এ সময় আরো দেখা যায়, দোকানের সামনে কয়েকজন গরিব মহিলা ইউনিয়ন পরিষদের সেবা নিতে এসেছে তাদেরকে লুৎফর হাওলাদার তার দোকান থেকে বিস্কুট ও চা নিয়ে খাওয়াচ্ছেন,
এ বিষয়ের লুৎফর হাওলাদার জানান,৩০ বছর ধরে তিনি চা বিক্রি করে সংসার চালাচ্ছেন দুই ছেলেকে মানুষ করতে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন এনজিও সংস্থানে বর্তমানে ঋণী, যার ভিটা বাড়ি ছাড়া কিছুই নেই। তিনি দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করায় তেমন লেখাপড়া করতে পারেননি তিনি। সে কারণে ছোটবেলা থেকেই গরীব অসহায় মানুষের প্রতি তার ছিল কিছু করার স্বপ্ন। চা বিক্রি করে তার দুই ছেলে এক ছেলে কলসকাঠী বালিকা বিদ্যালয়ে পিওন পোস্টে চাকরি করে,অন্য আরেক ছেলেকে বানিয়েছেন ইঞ্জিনিয়ার হলেও মিলিনি ভালো কোন চাকরি বর্তমানে একটি কোম্পানিতে চাকরি করে,তার ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ নিতে তার চায়ের দোকান থেকেই গরিব অসহায় মানুষের সেবার উদ্দেশ্যে বিনামূল্যের চা বিস্কুট খাওয়ান তিনি।