1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কৈমারীতে খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন (Christmas day )উৎযাপন নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী লোহাগাড়া সাতকানিয়া চট্টগ্রাম ১৫ আসনে বিএনপির এমপির পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন চাড়া বিকল্প নেই কাপ্তাইয়ে শুভ বড়দিন পালন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদ সহ ৫ জন গ্রেপ্তার শাহজাদপুরে ত্রিভুজ প্রেমের টানে দুইজনের আত্মহত্যা কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নোমান অর্থ বানিজ্যের মাধ্যমে শ্রমিক লীগ নেতাদের শ্রমিক দলের কমিটিতে অন্তর্ভুক্তি বালিয়াতলী দাখিল মাদরাসা ও কিন্ডারগার্টেন উদ্বোধন সুনামগঞ্জ শুরু হলো শিল্প-পণ্য বানিজ্য মেলা ২০২৫ এর অবকাঠামো কাজের উদ্বোধন

ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে স্থলবন্দর বন্ধ হওয়ার গুজব শোনা যাচ্ছিল। ভোমরা স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বাণিজ্যিক কার্যক্রম আগের তুলনায় আরও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোমরা স্থলবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গত চার দিনে ভারত থেকে এ বন্দর দিয়ে ৯০০ ট্রাক পণ্য আমদানি হয়েছে। যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ দশমিক ২৯ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৭ লাখ ৮৭ হাজার ৮৯৬ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এ সময় রাজস্ব আয় হয়েছে ৫১৯ দশমিক ৭৮ কোটি টাকা। তুলনামূলকভাবে, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ১০ লাখ ৯৮ হাজার ৭০১ মেট্রিক টন পণ্য আমদানি হলেও রাজস্ব আয় ছিল ৩৪১ দশমিক ৯০ কোটি টাকা। অর্থাৎ, এই বছর পণ্য আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে ১৭৭ দশমিক ৮৭ কোটি টাকা।

অন্যদিকে, গত নভেম্বর মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তিন কোটি সাত লাখ ৫০ হাজার ৯৭৫ মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত হয়েছে দুই হাজার ৮৪টি ট্রাক।

এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, কূটনৈতিক সম্পর্কের গুজব নিয়ে কোনো প্রভাব পড়েনি বন্দরের কার্যক্রমে। আমরা বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। রপ্তানিকারকদের সেবায় কোনো বিঘ্ন ঘটছে না। বরং কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।

ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের অর্থ সম্পাদক আব্দুল গফুর সরদার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইসুতে ভারত-বাংলাদেশের মধ্যে বৈরী অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছে। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি