স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রবর্তক, ইমামুল আউলিয়া, ইমামুৎ তরিকত, গাউসুল আজম মাইজভাণ্ডারী, খাতেমুল অলদ, মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফের প্রধান ওরশ শরীফ ১০ই মাঘ ২৪ শে জানুয়ারি ২০২৫ শুক্রবার উদ্যাপন সফল করার লক্ষ্যে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর প্রস্তুতি বিষয়ক যৌথ সমন্বয় সভা আগামীকাল ৬ ডিসেম্বর ২০২৪ ঈসারী ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ০৩ জমাদিউল সানী ১৪৪৬ হিজরী অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী, জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী।
বিশেষ মেহমান হুজুর কেবলার শাহজাদাবৃন্দ- যথাক্রমে- শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হোসাইন মাইজভাণ্ডারী সভাপতির অনুমতি পূর্বক অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.), শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), মহাসচিবের স্বাগত বক্তব্য, আলোচনাঃ আলোচ্য বিষয় লিপলেট, পোস্টার, ব্যানার, বিতরণ, মহান ১০ই মাঘ ওরশ শরীফের প্রচার প্রচারণা, ওরশ সুপারভিশন কমিটির তালিকা প্রকাশ, ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ, আখেরী মোনাজাত।